শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত হয়ে সর্বক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে-জেলা প্রশাসক

- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আব্দুল আলীম, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেছেন, তোমাদেরকে সঠিক সময়ে প্রতিদিন স্কুলে আসতে হবে। গুরুত্ব সহকারে নিয়মিতভাবে পড়াশোনা করবে। কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে সর্বক্ষেত্রে নেতৃত্ব দিবে। তোমরাই একদিন দেশ ও দশের উন্নয়নে গুরুদায়িত্ব পালন করবে।
তিনি বুধবার বিকেলে উপজেলা বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের তিনটি স্কুলের ১শত তিন জন শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়ার সময় এসব কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন, উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাহিরপুর উপজেলা সভাপতি মিলন তালুকদার, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, আব্দুল আলীম, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, জ্যোতিষ পাল, ইসমাইল মিয়া, আজিজ মিয়া, আলী নেওয়াজ, ওয়াহিদ আহমেদ, ইকবাল হোসেন, পারুল আক্তার, রুহেনা বেগম, মাহমুদা বেগম, যুবলীগ নেতা জাকেরীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণউপস্থিত ছিলেন।