নিজস্ব প্রতিবেদক:
স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েল (বি পি)’র ১৬৪তম জন্ম দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের জেল রোডে জেলা স্কাউটস ও সদর উপজেলা স্কাউটস’র আয়োজনে এতে বক্তব্য রাখেন জেলা স্কাউটস কমিশনার মো. ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক তাহের আলী তালুকদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক আরিফ হাসান,সদর উপজেলা স্কাউটস’র সহ—সভাপতি সুজিত কুমার দেব, কমিশনার নাসরীন আক্তার খানম, সাবেক কমিশনার মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার মো. ফেরদৌস, যুগ্ম—সম্পাদক মো. বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ মো.আবুল কাশেম, জেলা স্কাউটস সহযোজিত সদস্য রাছমিন বেগম চৌধুরী, মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ নারায়ন দাস, বেরাজালী স.প্রা.বি. প্রধান শিক্ষক তাছলিমা আক্তার, পুরান লক্ষণশ্রী স.প্রা.বি. প্রধান শিক্ষক আতাউর রহমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভৈষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জিত তালুকদার প্রমুখ।
আলোচনার পর কেক কেটে স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েল (বি পি)’র ১৬৪তম জন্ম দিবস উদযাপন করা হয়।