তাহিরপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জনশক্তি সমাবেশ
অতীতে তাহিরপুরের প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করা হয়েছে : উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান

- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের থ্রেট মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মীরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
অতিতেও ফ্যাসিবাদ কর্তৃত্ববাদীরা জামায়াতের উপর জেল জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, কিন্তু জামায়াত দেশ প্রেমের প্রশ্নে কোন আপোষ করেনি।
তিনি তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা, মধ্যনগরের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন অতিতের শাসকরা এই এলাকার প্রাকৃতিক সম্পদ লুন্ঠন করেছে কিন্তু কোন উন্নয়ন করেনি। তিনি আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মানে জামায়াতে ইসলামীর কাজকে বেগবান করার উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুরবাজারে এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তর শ্রীপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিলশাদ মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, সাবেক শিবির নেতা গোলাম কিবরিয়া, ব্যাবসায়ী নেতা ফরিদ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, জামায়াত নেতা খায়রুল বাশার প্রমুখ।