মউবিয়ান’র অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠিত

- আপডেট সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
০৪ এপ্রিল, শুক্রবার বিকালে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মিলায়াতনে এম. নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এক জরুরি সভায় সকল মউবিয়ান’র প্রতি ব্যাচের প্রতিনিধি নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। ১২ এপ্রিল শনিবার বিকালে এই তালিকা প্রকাশিত হয়।
কমিটিতে সাবেক শিক্ষার্থী মোঃ মাইনুদ্দীন আহমদকে আহ্বায়ক ও নূর মোহাম্মদ সদস্য সচিব করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন-
আহ্বায়ক : মোঃ মাইনুদ্দীন
সিনিয়র যুগ্ম আহ্বায়ক:
কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মামুন আল সাদেক, মিরাজুল ইসলাম রুয়েল
যুগ্ম আহ্বায়ক:
সুহেল, আল-মামুন, বিল্লাল হোসেন, আবুল কালাম, আব্দুর রহমান, ডাঃ সাজিদুর রহমান
সদস্য সচিব:
নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম, শরিফ মোস্তাকিম বিল্লাহ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব:
মনিরুজ্জামান মনির, আবু সুফিয়ান রুবেল, শরিফুল ইসলাম, এমরান হোসেন
যুগ্ম সদস্য সচিব:
এড. মহিউদ্দিন হিরা, আল আমিন, রাকিব আহমেদ মামুন, নুরুল আমিন, রুবেল, ডালিম, মোহাম্মদ আলি, ইব্রাহিম খলিল
কোষাধ্যক্ষ:
হাবিবুর রহমান লিটন, তরিকুল ইসলাম জুয়েল, হাফিজুর রহমান সজিব
মিডিয়া ও প্রচারক:
সজিব আহমেদ, সাজিদুর রহমান শাকিব, উসমান গণি
যুগ্ম মিডিয়া ও প্রচারক:
তৌহিদুল ইসলাম, মজলু মিয়া, আহম্মেদ শাওন
সাধারণ সদস্য:
রমজান, শামিম, সুমন, আক্কাছ, ফজলুর রহমান, সুহেল, তরিকুল ইসলাম আরিফ, সজিব, সাবেরিন, হাফিজুর রহমান, মিজানুর রহমান উজ্জল, আবু হানিফ, নাসির, আবুল কালাম, জগরুল, রাসেল, সুলতান শাহ, আতাউর, সাব্বির, আমিনুল ইসলাম, বেদন, আল মামুন, তোফাজ্জল, সাব্বির, মেহেদি হাসান ফাহিম, হোসাইন
অনুমোদন দেন প্রখ্যাত চিকিৎসক ডা. ফারজানা আক্তার, ডা. সুমন মাহমুদ, প্রকৌশলী মিরাজুল ইসলাম রুয়েল, এম. নুরুজ্জামান সোহেল এবং ডা. সাজিদুর রহমান।
কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন:
মোঃ ওয়াসিম আহম্মেদ, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, নুরুল্লাহ, নূরুজ্জামান সোহেল, জুয়েল আহমেদ, রমজান আলী, সাইফুল ইসলাম শিপন, ডাঃ ফারজানা আক্তার শারমিন, ডাঃ সুমন মাহমুদ।
কমিটির আহ্বায়ক মোঃ মাঈনুদ্দীন জানান, “আমরা সবাই যেমন সদস্য, তেমনি সবাই এক একজন আহ্বায়ক। মউবিয়ান গঠিত হয়েছে ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের ভিত্তিতে। এই সংগঠন কেবল অতীতের স্মৃতির ধারক নয়, বরং একটি মানবিক, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভবিষ্যতের নির্মাতা।”