অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শনে জগন্নাথপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ –

- আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মুজিব মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি দোকান পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, পৌর সভাপতি আ.হ.ম ওয়ালি উল্লাহ,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক,পেশাজীবি উপজেলা সভাপতি কবির উদ্দিন,রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ,উপজেলা পশ্চিম শিবির সভাপতি আবু তাহের,ইউনিয়ন সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, পেশাজীবি সেক্রেটারি জুলফিকার আহমেদ মনি,সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন,জামায়াত নেতা শাহ আলম,আবুল কাশেমসহ ইউনিয়ন,ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীলবৃন্দরাও উপস্থিত ছিলেন। এসময় এলাকার গণ্যমান্য মুরব্বি ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের জন্য দোয়া করেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দেন।নেতৃবৃন্দ সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।