সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২

- আপডেট সময় : ০৫:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / 181
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ১০ পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। এর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সুহেল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিসবাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসারের নিকট থেকে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন।
সভাপতি পদে বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমেদ, সহসভাপতি পদে অরুণ চক্রবর্তী, মোঃ আল হেলাল, সেলিম আহমদ তালুকদার, মাহবুবুর রহমান পীর, সাধারণ সম্পাদক পদে মোঃ রওনক আহমদ বখত, মোঃ জসিম উদ্দিন, মাসুম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম শ্যামল, মোঃ আমিনুল হক, কোষাধ্যক্ষ পদে মোঃ ফুয়াদ মনি, একে কুদরত পাশা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সুহেল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক পদে বাবুল মিয়া, শহীদ নূর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামছুল কাদির মিসবাহ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাধারণ সদস্য পদে মোঃ আনোয়ারুল হক, রাজু আহমেদ রমজান, শাহাবুদ্দিন আহমদ, মোঃ ফরিদ মিয়া, ঝুনু চৈধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, স্বপন কুমার সরকার, মোঃ মিজানুর রহমান মিজান মনোনয়নপত্র ক্রয় করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার ড. জিয়াউর রহমান শাহীন এডভোকেট, প্রভাষক মোঃ দুলাল মিয়াসহ প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বিতরণ ৪,৫ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা ৭,৮ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ ডিসেম্বর, প্রত্যাহার ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রকাশ ১৩ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রি.।