একুশে টিভি’র রজতজয়ন্তী উদযাপন

- আপডেট সময় : ০৯:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
সুনামগঞ্জে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী উদযাপিত হয়েছে।
জেলা প্রতিনিধি আব্দুস সালামের সভাপতিত্বে ও এ কে মিলনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, নেজারত ডেপুটি কালেক্টর সাকিবুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, সুনামগঞ্জ সদর ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এড. খলিলুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, বেসরকারি সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ রুহুল আমিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আল হেলাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী আন্দোলনের যুদ্ধাহত জহুর আলী।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিব, স্বাগত বক্তব্য রাখেন মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ।
পরে কেক কেটে অতিথিবৃন্দ রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।