বর্ণাঢ্য আয়োজনে জেলা বিএনপি ও জাসাসের বর্ষবরণ

- আপডেট সময় : ১১:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে দুদিনব্যাপী কর্মসুচির আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সহযোগীতায় আলোচনা সভা ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় জেলা শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম এবং জেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
জেলা জাসাসের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিএনপি নেতা মোরশেদ আলমের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরীর উপস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল হাসান জুনেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক রাকিবুল ইসলাম দিলু, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন,সাংস্কৃতিক সম্পাদক নজির হোসেন,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মমিনুল হক কালারচান,সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ পারভেজ আলম,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হুসেন, যুগ্ম আহবায়ক সোহেল মিয়া,লিয়াকত আলী,আতহাব চৌধুরী হাসান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু,আবুল কালাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম,রমজানুল করিম পাপন,জেলা ছঅত্রদল নেতা শাহ রাহুল,পৌর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াহিয়া হাসান ও জেলা জাতীয়তাবাদী বাউল দলের সদস্যসচিব সাংবাদিক আফতাব উদ্দিনসহ জাসাসের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগীত পরিবেশন করেন জাতীয়তাবাদী বাউল দলের যুগ্ম আহবায়ক বাউল তছকীর আলী,সাংবাদিক বাউল আল হেলাল,বাউল যোবায়ের বখত সেবুল,বাউল আব্দুস সালাম ভান্ডারী,বাউল তুতি মিয়া,জেলা জাসাসের কাওয়ালী শিল্পী মইনুল হক,জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক নজির হোসেন,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,বাউল সেলিম সরকার,গীতিকার আবির হাসান,বাউল ছাদিক মিয়া ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজানসহ জাসাসের স্থানীয় শিল্পীবৃন্দ।
শেষ পর্যন্ত দুদনব্যাপী বর্ষবরণ কর্মসুচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে জেলা জাসাসের সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন,বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত চলমান ৩১ দফা বাস্তবায়ন ও বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় সুনামগঞ্জের সংস্কৃতিকে আরো বেগবান করতে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও জাতীয়তাবাদী বাউল দলের পতাকাতলে সকল শিল্পী ও কলাকুশলীদেরকে সমবেত হওয়ার আহবাণ জানাচ্ছি।
এর আগে ১লা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা বিএনপির নেতৃত্বে এবং অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহনে বিশাল বর্ণাঢ্য র্যালী সহকারে শহর প্রদক্ষিণ করে ১৪৩২ বাংলা বর্ষবরণের কর্মসুচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।