নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্ররা আন্দোলনে নেমেছিল-তাওফীক এলাহি তাকরিম

- আপডেট সময় : ০৮:৪২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এবং সিলেট সার্চ টিমের অর্থ সম্পাদক তাওফীক এলাহি তাকরিম বলেছেন
ছাত্র সংগঠন শুধু শেখ হাসিনা পতনের আন্দোলনে যায়নি, আমরা গিয়েছিলাম নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেখানে লেজুরবৃত্তি ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। নিষিদ্ধ ছাত্রলীগ ছাত্রদের কল্যাণে কাজ না করে, অকল্যাণে বেশি কাজ করেছে। টেন্ডারবাজি, দখল, হানাহানি, মারামারিসহ সবকিছুতে ছাত্রলীগের ভূমিকা ছিল। এখনও নতুন ছাত্র সংগঠন, পুরাতন অনেক ছাত্র সংগঠন ছাত্রলীগের মতোই আচরণ করা শুরু করেছে। সেজন্য জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এমন একটি ছাত্র সংগঠন তৈরি করার প্রয়োজন জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এজন্যই গঠন করা হয়।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সুনামগঞ্জ জেলার সহযোদ্ধাদের মতবিনিময় ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এন. ডি উছমান গনি’র সভাপতিত্বে ও শিক্ষার্থী শরিফ আহমেদ মানিক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তানভির আহমেদ চৌধুরী, আশরাফুল ইসলাম আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমনদ্দোজা ইমন। এছাড়াও বক্তব্য রাখেন সাকিব আহমেদ, নিহাল আহমেদ, জামিল আহমেদ, ফয়সাল আহমেদ, জহুর আলী, আতাউর রহমান স্বপন প্রমুখ।