সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক রওনক

- আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ প্রেসক্লাবের (২০২৩-২৪) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেরগুল আহমদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক আহমদ বখত।
নির্বাচনে ১৫টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর বিপরীতে ভোটার সংখ্যা ছিল ৪৩ জন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুহেল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিসবাহও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে যারা বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে আল-হেলাল ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একেই পদে মাহবুবুর রহমান পীর ও সেলিম আহমদ তালুকদার ২২টি করে ভোট পান। পরে দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর সমর্থন দিলে সেলিম আহমদ তালুকদারকে বিজয়ী করা হয়। একেই পদে অরুণ চক্রবর্তী ১৫টি পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মাসুল হেলাল ১৬টি ভোট পেয়ে দ্বিতীয় ও জসিম উদ্দিন ভোট পেয়েছেন ৪টি।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম শ্যামল ২৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল হক ১৫টি ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ফুয়াদ মনি ২৯টি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে কুদরত পাশা ১৩টি ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে শহীদ নূর আহমদ ২৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুল মিয়া ১৮টি ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ঝুনু চৌধরী, শাহাবুদ্দিন আহমদ, মিজানুর রহমান মিজান, স্বপন কুমার সরকার, ফরিদ মিয়া, হিমাদ্রি শেখর ভদ্র।
শনিবার সকাল ১০-১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার।