ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপির পথসভা জনসভায় পরিণত বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন  করা হবে-   তোফায়েল আহমদ খান তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন সুনামগঞ্জে নতুন সিম কেনার সময় অভিনব প্রতারণার ফাঁদ, সতর্ক থাকুন তাহিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব:: দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজের আড্ডাখানা হবে : পীর সাহেব চরমোনাই

ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 275
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

টাইব্রেকারে পাথারিয়া সুপার স্টার কে ১-০ গোলে পরাজিত করে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে। বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০গোলে ড্র হলে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারিত হয়।

টাইব্রেকারে থ্রি ব্রাদারস হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়ার কাচে । ব্যর্থ হন পাথারিয়া সুপার স্টার । থ্রি ব্রাদার্সের গোলরক্ষক আহমেদ মার্জান তিনটি পেনাল্টি বাচিয়ে দিয়ে থ্রি ব্রাদার্সকে তুলে দেন ফাইনালে।

সেমিফাইনালে জেতার নায়ক এ গোলরক্ষক।এক মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড় হয় পাথারিয়া সুপার স্টারের তাছাড়া উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ফাউল করার প্রবনতা ছিল লক্ষণীয়। যে কারণে রেফারিকে বার বার বাশি বাজাতে হয়। খেলা হয়ে যায় ছন্দহীন।

৪০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া হয় থ্রি ব্রাদার্স এর পাথারিয়া সুপার স্টারের কর্নার কিকে নাইজেরিয়ান খেলোয়াড় মেহেদি হাসান হেড করলে সেটি গোলরক্ষক আহমেদ মার্জান কোন রকমে হাত লাগিয়ে বাচিয়ে দেন।দ্বিতীয়ার্ধের খেলাও চলতে থাকে প্রথমার্ধের মতোই। পাথারিয়া সুপার স্টার কিছুটা প্রাধান্য থাকলেও ফাউল করার ধারা বজায় রাখে উভয় দলই।৮০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে থ্রি ব্রাদার্স ।

পাথারিয়া সুপার স্টার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যায় থ্রি ব্রাদারস এর নাইজেরিয়ান খেলোয়াড় কাচে। গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

গোলরক্ষক বিহীন পোস্টে শট নেন পাথারিয়া সুপার স্টার কিন্তু থ্রি ব্রাদার্স ডিফেন্ডার বাচিয়ে দেন। ফিরতি বল মারেন বাইরে। শেষ কয়েক মিনিট থ্রি ব্রাদার্স আপ্রাণ চেষ্টা করেও কোন গোল করতে পারেনি ফলে ফল নিস্পত্তি হয় টাইব্রেকারে এবং তাতে জয়ী হয় থ্রি ব্রাদার্সের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

আপডেট সময় : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

টাইব্রেকারে পাথারিয়া সুপার স্টার কে ১-০ গোলে পরাজিত করে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে। বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০গোলে ড্র হলে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারিত হয়।

টাইব্রেকারে থ্রি ব্রাদারস হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়ার কাচে । ব্যর্থ হন পাথারিয়া সুপার স্টার । থ্রি ব্রাদার্সের গোলরক্ষক আহমেদ মার্জান তিনটি পেনাল্টি বাচিয়ে দিয়ে থ্রি ব্রাদার্সকে তুলে দেন ফাইনালে।

সেমিফাইনালে জেতার নায়ক এ গোলরক্ষক।এক মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড় হয় পাথারিয়া সুপার স্টারের তাছাড়া উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ফাউল করার প্রবনতা ছিল লক্ষণীয়। যে কারণে রেফারিকে বার বার বাশি বাজাতে হয়। খেলা হয়ে যায় ছন্দহীন।

৪০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া হয় থ্রি ব্রাদার্স এর পাথারিয়া সুপার স্টারের কর্নার কিকে নাইজেরিয়ান খেলোয়াড় মেহেদি হাসান হেড করলে সেটি গোলরক্ষক আহমেদ মার্জান কোন রকমে হাত লাগিয়ে বাচিয়ে দেন।দ্বিতীয়ার্ধের খেলাও চলতে থাকে প্রথমার্ধের মতোই। পাথারিয়া সুপার স্টার কিছুটা প্রাধান্য থাকলেও ফাউল করার ধারা বজায় রাখে উভয় দলই।৮০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে থ্রি ব্রাদার্স ।

পাথারিয়া সুপার স্টার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যায় থ্রি ব্রাদারস এর নাইজেরিয়ান খেলোয়াড় কাচে। গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

গোলরক্ষক বিহীন পোস্টে শট নেন পাথারিয়া সুপার স্টার কিন্তু থ্রি ব্রাদার্স ডিফেন্ডার বাচিয়ে দেন। ফিরতি বল মারেন বাইরে। শেষ কয়েক মিনিট থ্রি ব্রাদার্স আপ্রাণ চেষ্টা করেও কোন গোল করতে পারেনি ফলে ফল নিস্পত্তি হয় টাইব্রেকারে এবং তাতে জয়ী হয় থ্রি ব্রাদার্সের।