তাহিরপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর, ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

- আপডেট সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলার বাগলী রতনপুর গ্রামে শের আলীর বাড়িতে আগুন লেগে নগদ ২ লক্ষ৩০ হাজার টাকাসহ ১৩ লক্ষ সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শের আলী।
শুক্রবার দুপুরে তাহিরপুর বাগলী রতনপুর গ্রামে শের আলীর বাড়িতে আগুন লাগে।
জানা যায় কারেন্টের তার থেকে আগুন এর সূত্রপাত হয়েছে।
এতে বিশাল ক্ষয়/ক্ষতি হয়েছে, শের আলীর পরিবার।
প্রতিবেশীরা জানান, শের আলী তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য দুই লক্ষ ত্রিশ হাজার টাকা লোন তোলেন।
ঘর বাড়ী আসবাবপত্র ও কাপড়সহ প্রায় ১৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও টাকা-পয়সা জিনিসপত্র কিছুই উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তিনটি শুল্কস্টেশন থেকে কোটি টাকা রাজস্ব নিচ্ছে সরকার। রাস্তা ঘাটের উন্নতি না হওয়ায় চোখের সামনে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান আমাদের রাস্তা ঘাট উন্নত হলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারত।