রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্নয়

- আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
রক্ত দিন জীবন বাঁচান এই স্লোগানে
ছাতক উপজেলার নোয়ারাই ইউপি’র ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রেনেসাঁ ইসলামিক সোসাইটি চৌমুহনী বাজারের উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়ারাই ইউপি’র মানিকপুর গোদাবাড়ি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন সম্পন্ন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.
সাবেক কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হামিদ।
রেনেসাঁ ইসলামিক সোসাইটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ও
সেক্রেটারি হাফিজ মাও কাউসার আলম’র সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন
লামাসানিয়া সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক দেলোয়ার হোসাইন, নালিয়ার বাজার মাদ্রাসার মুহতামিম মাও অলিউর রহমান,
সংগঠনের সহ-সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ বিলাল হোসেন।
এসময় সংগঠনের কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম,
প্রচার সম্পাদক হাফিজ নুর উদ্দিন,অফিস সম্পাদক আব্দুর রউফ,আইসিটি সম্পাদক ফরহাদ আলম,সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রায়ই মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ নির্ণয়ে সময় ক্ষেপণ হয়। রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে জরুরিভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব। তাই এসব চিন্তা থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে।
সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা আরো বলেন,
মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রেনেসাঁ ইসলামিক সোসাইটি । এরই ধারাবাহিকতায় আজকের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন করেছে। ভবিষ্যতে এ সংগঠনের কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।