সংবাদ শিরোনাম ::
তাহিরপুর সীমান্তে পৌনে ৭ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৪:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ছয় লক্ষ ছেষট্টি হাজার টাকা। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
জানা যায়, শনিবার লাউরগড় বিওপি সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘরে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে