অধ্যক্ষ আলী নূরের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক

- আপডেট সময় : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 228
সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূর এর সহধর্মিণী শাহানা বেগম আজ বেলা সাড়ে এগারোটায় অসুস্থতা জনিত কারণে সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যববস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম মোঃ জুবের।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সেক্রেটারি মাসুম হেলাল, বালিজুরী এ এইচ এ সিনিয়র আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারিছ উদ্দিন, এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইনছান মিয়া, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আবেদীন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছাত্তার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, দারুলহুদা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসেন, আমার সুনামগঞ্জ ডট কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ সুহেল আলম, পুরান বারুংকা মডেল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) জাকারিয়া আহমদ প্রমুখ।
এক শোক বার্তায় তারা বলেন, সহকর্মী আলী নূর সাহেবের সহধর্মিণীর মৃত্যু নিঃসন্দেহে আমাদেরকে অনেক ব্যথিত করেছে। উনার মৃত্যুতে শিক্ষক পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ পাক তার বান্দীর দুনিয়াবি ভুলত্রুটি ক্ষমা সবকরে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল বায়ান্নো বছর। তিনি স্বামী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।