সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য শিবিরের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৪ বার পড়া হয়েছে
বেশকিছুদিন যাবৎ সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা।
আজ (২১ এপ্রিল) ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি পৌঁছে দেন।
নেতৃবৃন্দ, দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে যৌক্তিক সমাধানের রোডম্যাপ প্রদান করে তাদেরকে ক্লাসে ফেরানোর জন্য কলেজ প্রশাসনের প্রতি আহবান জানান।