সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৭:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 104
জগন্নাথপুরে বিশেষ আইনে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১) এপ্রিল তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রবিবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন বললেন, নাশকতা মামলায় জড়িত সন্দেহে ও অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়।