সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৪:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 187
“বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড.মু শামস উদ্দিন আহমদ, অ্যাড. মাসুক আলম, ডা. মনোয়ার আলী, অ্যাড. মাসুক আলম, অ্যাড. বজলুর রশিদ, সাংবাদিক বিজন সেন রায়, আব্দুর রব, রফিক বিন বারী, আনিসুল হক, আব্দুল আউয়াল, অ্যাড. রুহুল তুহিন, আতম মিসবাহ্, নুরুল হক আফিন্দি, স্বপন কুমার বর্মণ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, জেলা সদর তথা শহরে বিভিন্ন স্থাপনা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিগঞ্জের গ্রাম এলাকার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করে দিচ্ছেন।
যা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র থেকে আমরা জেনেছি যে, এসব বাসাবাড়ি—স্থাপনা ভাড়া নিতে গিয়ে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় দেখানো হচ্ছে এবং অর্থেরও নয়—ছয় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, ফ্যাসিবাদী সময়ে গঠন করা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বাতিল ঘোষণা করে সুনামগঞ্জের শিক্ষাবিদ, বিদ্যুৎসাহী, সুধীজন থেকে সিন্ডিকেট সদস্য করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অগ্রাধিকার দিতে হবে।
এছাড়াও ডিঙি নৌকার আদলে উদ্ভট বিশ্ববিদ্যালয় লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ণ নতুন লোগো করতে হবে।