বিশ্বম্ভরপুরে চোরাচালান রোধ ও জননিরাপত্তা বিষয়ক আইনশৃঙ্খলা কমিটির সভা

- আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, মাদক ও চোরা চালান প্রতিরোধ সহ বিভিন্ন জন ও গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন, পরিবহন, চোরা চালান ও মাদকদ্রব্য প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান , উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় দিয়ে মাদক চোরা চালান ও অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধে বিজিবি সহ থানার পুলিশ ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও আভ্যন্তরীণ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শিল্পী রানী মোদক বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ রাজু যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা জামাতে ইসলামীর আমির হাফিজ শামসুল, সেত্রুেটারি হোসেন আহমদ,, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান ও প্যানেল চেয়ারম্যান গন, নিকাহ রেজিঃগন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ।