ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিভাজন নয় ঐক্যের বাংলাদেশ দেখতে চাই : মির্জা ফখরুল

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 84
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর বিভাজন নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সুখী ও সমৃদ্ধ ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আমরা।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আমরা। প্রতিহিংসা নয়, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা ভালবাসার বাংলাদেশ গড়তে চাই।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি হলো নির্ভরতার দল। আমরা সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা। আমরা সব সময় অপনাদের পাশে আছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দীর্ঘ অনেকগুলো বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। আল্লাহর রহমতে দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে ডাইনি হাসিনার কবল থেকে আমরা রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের দেশের বিরুদ্ধে গুঁতাগুঁতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না সেই ভয়াবহ ডাইনি।’

আয়নাঘর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগ যাদের ভয় করেছে বা যাদের নিজেদের জন্যে হুমকি মনে করেছে, তাদেরকেই তারা গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশির ভাগ মানুষেরই কোনো খোঁজ পাওয়া যায়নি আজও। আর যাদের খোঁজ পাওয়া যায়, তাদেরও সাত থেকে আট বছর পর্যন্ত আটকে রেখেছে। গোলাম আযমের ছেলে আজমীকে আট বছর গুম করে রাখা হয়েছিল। সিলেটের এমপি একজন প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনো খবর পায়নি তার পরিবার।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেন না, যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।’

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিভাজন নয় ঐক্যের বাংলাদেশ দেখতে চাই : মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আর বিভাজন নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সুখী ও সমৃদ্ধ ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আমরা।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ ঐক্যের বাংলাদেশ দেখতে চাই আমরা। প্রতিহিংসা নয়, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা ভালবাসার বাংলাদেশ গড়তে চাই।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি হলো নির্ভরতার দল। আমরা সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা। আমরা সব সময় অপনাদের পাশে আছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দীর্ঘ অনেকগুলো বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। আল্লাহর রহমতে দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে ডাইনি হাসিনার কবল থেকে আমরা রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের দেশের বিরুদ্ধে গুঁতাগুঁতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না সেই ভয়াবহ ডাইনি।’

আয়নাঘর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘হাসিনা ও আওয়ামী লীগ যাদের ভয় করেছে বা যাদের নিজেদের জন্যে হুমকি মনে করেছে, তাদেরকেই তারা গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশির ভাগ মানুষেরই কোনো খোঁজ পাওয়া যায়নি আজও। আর যাদের খোঁজ পাওয়া যায়, তাদেরও সাত থেকে আট বছর পর্যন্ত আটকে রেখেছে। গোলাম আযমের ছেলে আজমীকে আট বছর গুম করে রাখা হয়েছিল। সিলেটের এমপি একজন প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনো খবর পায়নি তার পরিবার।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। অন্যায় করবেন না, যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। দল আপনাদের, ধানের শীষ আপনাদের, রক্ষা করার দায়িত্বও তাই আপনাদেরই।’

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।