সভাপতি লায়েক হোসেন সম্পাদক জিয়াউর রহমান
দোয়ারাবাজার সিএনজি ড্রাইভার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক ড্রাইভার ইউনিয়ন (রেজি: নং-চট্র-১৯২৬/৭) এর অন্তর্ভুক্ত উপ-পরিষদের নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পদে পদে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ভোটারদের রায়ের মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন নেতৃত্ব।
সভাপতি পদে লায়েক হোসেন ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মিয়া পেয়েছেন ৬৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে জিয়াউর রহমান ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিছির আলী (হরিণ প্রতীক) পেয়েছেন ১২২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জগ প্রতীক নিয়ে ইয়াজুল ইসলাম ২৫২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন (আম প্রতীক) পেয়েছেন ১০৬ ভোট।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে বাঘ প্রতীক নিয়ে ওয়াসিম উদ্দিন ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হোসেন (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ১৭২ ভোট।
নির্বাচন শেষে বিজয়ীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব তারা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং সংগঠনের স্বার্থে একযোগে কাজ করবেন।