সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারে বিএমএ-এর নগদ অর্থবিতরণ

- আপডেট সময় : ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে তাদের ঘরবাড়ি পুনর্বাসনের জন্য ৮ হাজার টাকা করে বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলার মাধ্যমে কুমিল্লা জেলা বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলার অর্থায়ন অসহায় পরিবারগুলোর হাতে এই নগদ অর্থ তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহ্তেশামূল হক চৌধুরী দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ডা. মোঃ মোরশেদুল আলম।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সুনামগঞ্জ জেলার সভাপতি সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এম. নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, বিএমএ সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস প্রমুখ।
এসময় বক্তারা সবার সহযোগিতায় চিকিৎসকদের অধিকার আদায়ের পাশাপাশি দেশের যে কোন ক্রান্তিলগ্নে সব সময় পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।