দাবানলে পুড়ছে ইসরাইল

- আপডেট সময় : ০৭:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 134
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইসরাইল। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ১৫০টিরও বেশি দমকল বাহিনী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একইসাথে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।
বুধবার জেরুজালেমের বাইরে দাবানলটি শুরু হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়া আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করেছে। নেতানিয়াহু একে ‘মারাত্মক সংমিশ্রণ’ বলে উল্লেখ করেন।
শহর খালি, সড়ক খুলে দেয়া
অনেক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ থাকলেও এখন আবার যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
আহতদের চিকিৎসা
ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, অন্তত ২৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট ও পুড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন।
আন্তর্জাতিক সাহায্যের আবেদন
আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ইসরাইলের দমকল বাহিনী। তাই আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে, বিশেষ করে অগ্নিনির্বাপক বিমান ও দক্ষ কর্মী।
উৎসব বাতিল
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উৎসবের বদলে এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোক।
ইসরাইল এখন এক বড় সঙ্কটে। আগুন নিভে গেলেও এর ক্ষত বহুদিন ধরে মনে থেকে যাবে। সূত্র : বিবিসি।