জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন
- আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 125
মহান আন্তর্জাাতিক শ্রমিক দিবস উদযাপন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার সকালে জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল একটি শোভাযাত্রা বের করে সংগঠনটি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন কোর্ট এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোমতাজুল হাসান আবেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী লুৎফুর রহমান দুলাল এর পরিচালনায় অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শামসউদদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মোঃ মামুন, উপদেষ্টা আজিজুল হক মাসুক, সদর উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আলী, উপদেষ্টা সোলেমান চৌধুরী, সুনামগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ নুরুজ্জামান, সদর উপজেলা সভাপতি কাজী হাসান আলী মাস্টার, সেক্রেটারি মোস্তফা কামাল প্রমুখ।
এসময় সদর ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে র্যালিটি জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে।















