তাহিরপুর উপজেলার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে – উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান

- আপডেট সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করতে হবে।
তিনি আরো বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।
তোফায়েল খান আরো বলেন “সকল শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। সকলের কাজ অনুযায়ী যথাযথ শ্রমের মূল্য দিতে হবে। অফিস আদালত সহ সকল জায়গায় শ্রমিকদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে।
কোথাও কোন কাজে শ্রমিককে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দিতে হবে। এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন একান্ত প্রয়োজন।
শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে মহান মে দিবসে র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার(১ মে) বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে মহান মে দিবসের র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যান ফেডারেশন তাহিরপুর উপজেলার সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ রুকন উদ্দিন, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো দিলশাদ মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি দেলোয়ার হোসেন, বালিজুরি ইউনিয়ন সেক্রেটারি পারভেজ মোশাররফ প্রমুখ।
এসময় শ্রমিকরা বলেন, এই দিনে আমরা প্রেরণা গ্রহণ করি আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করা পর্যন্ত একটি উন্নত সমাজ গড়া সম্ভব নয়।”