ব্লাডলিংক সুনামগঞ্জ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
“হাসিমুখে রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠন ব্লাডলিংক সুনামগঞ্জ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার( ৩)মে সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ব্লাডলিংক সুনামগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
ব্লাডলিংক সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ডা হুমায়ুন ফারুক আলমগীর এর সভাপতিত্বে, ব্লাডলিংক সুনামগঞ্জের এডমিন শাহ মোশাহিদ আলম ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: জসীমউদ্দিন শরীফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা ননী ভূষন তালুকদার, ডা সৈকত দাস, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী,দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের প্রভাষক মশিউর রহমান, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এড. খলিল রহমান, হ্রদপিন্ড সিলেটের সংগঠক এনাম আহমদ, সাংবাদিক ও সংগঠক দেওয়ান গিয়াস চৌধুরী, ব্লাড লিংক সুনামগঞ্জের সহ প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল, সর্বোচ্চ রক্তসংগ্রহকারী ব্লাডলিংকের এডমিন তৈয়বুর রহমান।
রক্তদাতাদের মধ্যে অনুভুতি ব্যাক্ত করেন,সিরাজুল ইসলাম পলাশ, ওবায়দুল হক মিলন, আশ্বাফ নোমান প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আলো রক্তদান ছাতকের সংগঠক মাসুম আহমদ,ব্লাড ব্যাংক জামালগঞ্জের সংগঠক রাহাত আহমদ, বন্ধু মহল ব্লাড ফাইটার শান্তিগঞ্জের সংগঠক, ফয়সাল রানা এছাড়াও বাধন, ব্লাড ফাইটার, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, সুনামগঞ্জ হেল্প লাইন সহ বিভিন্ন ব্লাড ডোনেশন ক্লাবের বিভিন্ন প্রতিনিধিরা তাদের অনুভূতি ব্যাক্ত করেন।