সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এস এম রহমান:
- আপডেট সময় : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
তাহিরপুরে পানিতে ডুবে মোঃ সাঈদ হাসান (০৪)বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ এপ্রিল ) দুপুর ২ ঘটিকায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত সাইদ হাসান (৪) নিজ বাড়ি হতে বের হয়ে বৌলাই নদীর শাখা মরা নদীতে গোসল করতে যায়। অভিভাবকরা অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরা নদীতে একটি নৌকার পাশে শিশুটিকে মৃত অবস্থায় পান।
নিহত সাইদ হাসান(৪) পাঠাবুকা গ্রামের মৃত মাঈনুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।