শুকদেবপুর দাখিল মাদরাসার সুপার মাহমুদুল হাছান এর অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

- আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
ধ* র্ষ* ণ, অনৈতিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাছানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে ) বিকেলে শুকদেবপুর মিলন বাজারে এই মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে (সাবেক মেম্বার) এর আব্দুল মজিদ সভাপতিত্বে এবং জসিম উদ্দিন সুহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মাস্টার ওমর গণী, এমদাদুল হক, জামাল উদ্দিন, আব্দুস ছাত্তার প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাহমুদুল হাছান এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার মধ্যে ধর্ষণ সহ অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে।
আমরা পরপর চারবার এই সুপার এর অপকর্মের বিষয় নিয়ে এলাকাবাসী বসে, একটা তদন্ত কমিটির গঠন করি।সেই তদন্ত কমিটির মাধ্যমে সুপার এর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে।
এরপর আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা এই বিষয়ের উপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি।
আমরা এলাকাবাসী আর চাইনা যে,মাদ্রাসার সুপার মাহমুদুল হাছান এই মাদ্রাসায় কর্মরত থাকুক।আমরা উনার অপসারণ দাবি করছি।
এ বিষয়ে শুকদেবপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, সবই মিথ্যা এবং বানোয়াট।বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমি নিট এন্ড ক্লিন আছি। তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমানিত হবে বলে আশা রাখি।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।