তাহিরপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগ আওয়ামী পরিবারের বিরুদ্ধে; ফুঁসছে গ্রামবাসী

- আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 219
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নালেরবন্দ গ্রামের কবরস্থানের আওতাধীন মাটির জমি দখলের অভিযোগ উঠেছে গ্রামের বাসিন্দা জামির উদ্দিনের পরিবারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, জামির উদ্দিনের পরিবার দীর্ঘ দিন ধরে অবৈধভাবে কবরস্থানের জমি ভোগ করে আসছেন।
জমির উদ্দিন সদ্য নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে নিজেকে আমিন পরিচয় দিয়ে এলাকায় ভূমি সংক্রান্ত কাজে জড়িত থাকতো এবং সরাসরি জমিজমা দখল করে ভোগ করার অভিযোগ আছে। গ্রামের মানুষ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি, তারা জোরপূর্বক কবরস্থানের মাটি খনন করে নিয়ে যান এবং নিজেদের বাড়িতে যাতায়াতের জন্য কবরস্থানের অংশে রাস্তা নির্মাণ করেন। এছাড়া, দখল করা জমিতে মাটি ভরাট করে সেটিকে নিজেদের বলে দাবি করারও অভিযোগ উঠেছে।
এত্র গ্রামের একাধিক বাসিন্দা জানান, কেউ তাদের ভয়ে প্রশাসনে অভিযোগ করে না কারণ জমির উদ্দিনের ছোট ভাই সহকারী কমিশনার (ভূমি)।
ভূমি দখলের এই অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত তদন্ত দাবি করেছেন নালেরবন্দ গ্রামের সাধারণ জনগণ।