ঈদুল আজহাকে সামনে রেখে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে ) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদ- মাদ্রাসার আলেম-ওলামাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিসিক শিল্পনগরী সুনামগঞ্জ জেলার উপব্যবস্থাপক এমএনএম আসিফ।
আসন্ন ঈদ উপলক্ষে পৌরসভাসহ পুরো জেলায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং নিরাপদে ঈদের নামাজ আদায়ের সময়সূচির ব্যাপারে আলাপ-আলোচনা হয়।
সভায় পবিত্র ঈদুল আজহার দিনে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্থায়ী পশুর হাট স্থাপন, পশুর হাট ব্যবস্থাপনা, কুরবানির পশুর বর্জ্য আপসারন ও পশু পরিবহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতা সম্পর্কে জানানো হয়।
কোরবানীর পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ,পরিবেশ সম্মত ভাবে বর্জ্য অপসারণ করার জন্য সবাই কে অনুরোধ জানান হয়।
চামড়া সংগ্রহ করে অন্তত দশ দিন নিজ নিজ জেলা, উপজেলায় রাখতে হবে পরে ঢাকা সহ অন্যান্য জায়গাতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এবার চামড়ার মূল্য বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। সীমান্তের পশুর হাট গুলোতে নজরদারি বাড়ানো যাতে অবৈধ ভাবে ভারত থেকে পশু আসতে না পারে। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে জরীপ করার ও অনুরোধ করেন।