সংবাদ শিরোনাম ::
গ্যারেজে বিদ্যুৎ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সুনামগঞ্জে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৪:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌর শহরের ২ নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় ইজিবাইক চালক বিদ্যুৎতের সার্ভিস লাইনে বাঁশ দিয়ে বাড়ি মারলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যাওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় এডভোকেট শাহীনুর রহমান শাহীনের দ্বিতীয় তলার সাদের উপরে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সানি মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ পৌর শহরের ২ নং ওয়ার্ডের মৃত ফারুক মিয়ার ছেলে।
নিহত যুবকের স্বজনরা জানান, প্রতিদিনের মত রোববার সকালে সানি মিয়া গ্যারেজ থেকে ইজিবাইক বের করতে গিয়ে দেখেন গ্যারেজে বিদ্যুৎ নেই। পরে বাঁশ নিয়ে দ্বিতীয় তলার সাদের উপরে উঠে সার্ভিস লাইনে বাড়ি মারলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, নিহতের ঘটনায় সদর মডেল থানাকে কেউ অবগত করেননি। তবে লাশ উদ্ধারের জন্য ফোর্স পাঠাচ্ছি।