আলহেরা তাহফিজুল কুরআন বিভাগের অভিভাবক সমাবেশ

- আপডেট সময় : ০৬:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা তাহফিজুল কুরআন বিভাগ-এ আজ শনিবার অনুষ্ঠিত হলো এক অনন্য অভিভাবক সমাবেশ। শিক্ষার্থীদের কুরআন শিক্ষার মানোন্নয়ন, নৈতিক গঠন ও অভিভাবকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশ ছিল আবেগময় ও অর্থবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আমরা হাফিজ হয়ে শেষ করব না, আমাদেরকে আলেমও হতে হবে। কুরআন মুখস্থ করার পাশাপাশি তার অর্থ বোঝা ও বাস্তব জীবনে তা ধারণ করাটাই আমাদের প্রকৃত লক্ষ্য।”
সমাবেশটি সঞ্চালনা করেন হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু বকর সাহেব। তিনি শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি তুলে ধরে জানান,
“হিফজ বিভাগের প্রতিটি ছাত্র যেন কুরআনের আলোয় জীবন গড়তে পারে, আমরা সেই দিকেই এগিয়ে চলেছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়ার সিনিয়র শিক্ষক মতিউর রহমান নিজামী,নজরুল ইসলাম, রশিদ আহমদ।
সমাবেশে ধারাবাহিক উন্নতির স্বীকৃতিস্বরূপ দুইজন শিক্ষার্থীকে হিফজে নতুন সবক প্রদান করা হয়। এ সম্মাননায় অভিভাবক ও শিক্ষকরা অত্যন্ত আনন্দিত হন এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন উপস্থিত সকলকে মুগ্ধ করে। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আত্মিক, শিক্ষনীয় এবং সফল সমাপ্তির পথে এগিয়ে যায়।