ছাতকে জেলা সম্মেলন সফলের লক্ষ্যে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০৩:৪০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে ছাতক উপজেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনাগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান আশিক, আওয়ামীলীগ নেতা দেওয়ান আবুল কালাম মাষ্টার, হাজী আবুল হায়াত, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, ইউপি সদস্য আজাদ মিয়া, সামছুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আরশ আলী খান ভাসানী, বাবুল পাল, সাবেক পৌর কাউন্সিলর সুদীপ দে, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, প্রনয় কুমার আচার্য্য মুন্না, এবাদুর রহমান এমাদ, আফিক আলী, ডাঃ আরজু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল মমিন, হাজী জয়নাল আবেদীন, নেছার আহমদ, রহমত আলী, ছাদিক মিয়া, সুন্দর আলী বুলবুল, লাভলু মিয়া, কবির আহমদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি লায়েক মিয়া, যুবলীগ নেতা মামুন মিয়া, কামরুল ইসলাম কাজল, মিসবাহ উদ্দিন মিছাক, রহিম উদ্দিন, বিল্লাল আহমদ, স্বেচ্ছাসেবলীগ নেতা রুবেল তালকদার জনি, আব্দুল কাদির, সাবলিক মিয়া, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুহেল, জাকির আহমদ, মিলন মিয়া প্রমূখ।
সভায় পৌরসভা ও ১৩ ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।