ভূমি উন্নয়ন সচেতনতায় সুনামগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু;

- আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে ভূমি উন্নয়ন সচেতনতায় সুনামগঞ্জে তিনদিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন মেলা।
জমি সংক্রান্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়।
মেলার সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মরিয়ম আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
ভূমি মেলাকে ঘিরে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার এবং তথ্য ও সেবা বুথ স্থাপন। এতে সাধারণ জনগণ সহজেই ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
এই কর্মসূচির আওতায় থাকছে—ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সরবরাহসহ ভূমি-সম্পর্কিত যাবতীয় সেবা।
জেলা প্রশাসন মনে করছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জনসচেতনতা বাড়বে।