জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক: ১১ কিলোমিটারে দুর্ভোগের দীর্ঘশ্বাস;

- আপডেট সময় : ১২:৫৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 137
১১ কিলোমিটার—দূরত্বটা শুনতে ছোট মনে হলেও জামালগঞ্জ থেকে নোয়াগাঁও বাজার পর্যন্ত এই পথ এখন তিন উপজেলার মানুষের কাছে এক ভয়াবহ যন্ত্রণার নাম।
খানাখন্দে ভরা, ভাঙা ও জলমগ্ন এই সড়ক যেন প্রতিনিয়ত জীবন-মৃত্যুর লড়াইয়ে ঠেলে দিচ্ছে যাত্রীদের।
সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের হাজারো মানুষ। ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারী—সবার জীবনই যেন এখন এই সড়কের ওপর ঝুলে আছে। বর্ষায় রাস্তার গর্তে জমে থাকা পানি আর শুকনো মৌসুমে ধুলায় আচ্ছন্ন পথটিতে নেই কোনো স্বস্তি।
সড়কের এমন অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সও পার হচ্ছে না। প্রশাসনের গাড়িও রাখা হচ্ছে সাচনা বাজারে। স্থানীয় বাসিন্দারা বলছেন, স্কুলড্রেসে কাদা লেগে ছাত্রদের পরীক্ষাও মিস হচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতির সীমা নেই, আর চালকদের প্রতিদিন গাড়ি সারাতে হচ্ছে।
ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, “কতবার বলেছি, কিছুই হয় না। যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে।”
উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি এলজিইডির সিলেট বিভাগীয় দপ্তরে পাঠানো হয়েছে। আংশিক কাজ হলেও বাকি অংশ এখনো অবহেলায় পড়ে আছে। তবে স্থানীয়দের বক্তব্য, শুধু কাগজে নয়—পথে উন্নয়নের ছাপ দেখতে চান তারা।
প্রশাসনের আশ্বাসে আর অপেক্ষায় হাঁপিয়ে ওঠা জনগণের একটাই প্রশ্ন—আর কতদিন?