তাহিরপুরে ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

- আপডেট সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর থেকে…
ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশন, তাহিরপুর এর উদ্যোগে ২০২২ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বীর জয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হায়দার এর সভাপতিত্বেও সহকারী শিক্ষক মোঃ আলা উদদীন আলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব সাংবাদিক আব্দুল আলীম ইমতিয়াজ,আজিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন করা সম্ভব হবে না। আজকের অনুষ্ঠান তার পরিচয় বহন করে। তিনি এই মহৎ উদ্যোগের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর জয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুপালি রায়, সহকারী শিক্ষিকা শুক্লা রাণী রায়, মিলন আক্তার, মোছাঃ নাসিরা আক্তার, স্বরনীকা তালুকদার প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি ৪ শিক্ষার্থী এবং ভালো ফল অর্জনে ভূমিকা রাখায় বীর জয় লক্ষী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতির হাতে সন্মাননা স্মারক তুলে দেন।