ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবগঠিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত “দেখেছি সোনার মানুষ, যে মানুষ আর পাব না” পর্ব-২ “দেখেছি সোনার মানুষ, যে মানুষ আর পাব না” পর্ব-১ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে সুনামগঞ্জে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দারুলহুদা দাখিল মাদরাসায় ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পুরস্কার ও প্রেরণার আলোয় প্রজ্জ্বলিত শান্তিগঞ্জের শিক্ষা সম্মিলন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সুনামগঞ্জ শিবিরের দোয়া মাহফিল জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীর মৃত্যু : জেলা জামায়াতের শোক

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

লুৎফর রহমান শাওন:
  • আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 294
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম ক‌রে‌ছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন সিলেটের ৪৮ ব্যাটেলিয়নের বিজিবি’র অধিনায়ক।

গত মঙ্গলবার রা‌তে উপ‌জেলার ইসলামপুর ইউপির ১৬জনকে পুশইন করা হয়। ছাত‌কে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে টহল টিম ছনবা‌ড়ি এলাকা থে‌কে ১তাদের আটক করেছে। এদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে।

বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ী এলাকা থে‌কে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৩০) ছেলে মোঃ হাসান আলী (১১)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছাঃ রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মোঃ হাসানুর (২২), মোঃ মিজানুর (১৬) ও মকুল (০৮)। কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মোঃ আতাউর (২৫), তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২২), ছেলে মোঃ জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মোঃ নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)।

এ ব‌্যাপা‌রে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন বিএসএফ’ পুশইন করা ১৬ জনকে ৪ টায় থানায় হস্তান্তর করা হয়ে‌ছে।

 

এস/এম/এম/আর

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ১৬ জনকে সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম ক‌রে‌ছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন সিলেটের ৪৮ ব্যাটেলিয়নের বিজিবি’র অধিনায়ক।

গত মঙ্গলবার রা‌তে উপ‌জেলার ইসলামপুর ইউপির ১৬জনকে পুশইন করা হয়। ছাত‌কে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে টহল টিম ছনবা‌ড়ি এলাকা থে‌কে ১তাদের আটক করেছে। এদের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৫জন, ছেলে ৪ জন, মেয়ে ২জন রয়েছে।

বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ী এলাকা থে‌কে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৩০) ছেলে মোঃ হাসান আলী (১১)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছাঃ রোপা আক্তার (২৩)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মোঃ হাসানুর (২২), মোঃ মিজানুর (১৬) ও মকুল (০৮)। কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মোঃ আতাউর (২৫), তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২২), ছেলে মোঃ জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মোঃ নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)।

এ ব‌্যাপা‌রে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন বিএসএফ’ পুশইন করা ১৬ জনকে ৪ টায় থানায় হস্তান্তর করা হয়ে‌ছে।

 

এস/এম/এম/আর