গাজায় চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ইফতার বিতরণ

- আপডেট সময় : ০৬:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি নিবন্ধনভুক্ত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
সরাসরি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাংলাদেশ থেকে একমাত্র এ সংস্থাটিই ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন কয়েক‘শ পরিবারের হাজারও সদস্যের খাবার, পানি, শিশুখাদ্যের যোগান দিচ্ছে সংস্থাটি। শুধু এই রমজানেই নয়; বরং ২০২৩ সনের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই নিরবিচ্ছিন্নভাবে গাজায় ত্রাণ বিতরণ করছে ঢাকার এই সংস্থাটি।
হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, যতদিন পর্যন্ত গাজার সংকট নিরসন না হবে, ততদিন গাজায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, গাজার মানুষের যে ভয়াবহ দুঃখ-দুর্দশা, সেই তুলনায় আমাদের কার্যক্রম নিতান্তই তুচ্ছ। গত দুই মাস গাজায় যুদ্ধবিরতির নাটক সাজিয়েও ইসরাইল হত্যাযজ্ঞ জারি রেখেছে। এখন খাদ্য সরবরাহের পথও বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত ৫০ হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক। মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন দেড় লাখ মানুষ।
এমতাবস্থায় আমরা তাদের সার্বিক সেবা ও সহযোগিতার লক্ষ্যে গত ৭ মার্চ থেকে দ্বিতীয়বারের মতো মিশর সফরে আছি। মিশরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় এবং শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি আলহামদুলিল্লাহ।
সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল জানান, গাজাবাসীর প্রচুর পরিমাণে খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন। তিনি দেশের সব মানুষকে নিপীড়িত গাজাবাসীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।