টাঙ্গুয়ার হাওরে হাঁসের খামার উচ্ছেদ অভিযান শুরু ২৩ মার্চ থেকে

- আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, যা বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত, সেখানে অবৈধভাবে হাঁসের খামার গড়ে ওঠার কারণে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও মাছের মজুদ হুমকির মুখে পড়েছে। হাঁসের খামারগুলো থেকে রেণু পোনা ব্যাপকভাবে নিধন হয়ে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল হাঁসের খামার সরিয়ে নেওয়ার জন্য খামারিদের প্রতি কড়া নির্দেশনা জারি করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে খামারগুলো সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।