নামাজরত অবস্থায় ছোট ভাইকে খু’ন, গ্রেফতার বড় ভাই

- আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 135
বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এশার নামাজ চলাকালীন মসজিদের ভেতরেই এই নির্মম ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে চরগাঁও গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৬০) মসজিদে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় তার বড় ভাই ফজলুর রহমান (৮০) পেছন থেকে দেশীয় অস্ত্র( মুগুর) দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুজিবুরকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৭ জুলাই) ভোরে বিশ্বম্ভপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঘাতক ফজলুর রহমানকে(৮০) গ্রেফতার করে।
এ বিষয়ে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান জানান, “নৃশংস এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
পুলিশ বলছে, এই ঘটনার পেছনে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল।