জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত কর্মীর মৃত্যু : জেলা জামায়াতের শোক

- আপডেট সময় : ০৯:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 74
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে ফেরার পথে বিশ্বম্ভরপুরের এক জামায়াত কর্মী হিটস্ট্রোকে মারা গেছেন।
জানা যায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের জামায়াত কর্মী সাইদুর রহমান (৬৫) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তিনি পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। হবিগঞ্জের মাধবপুর এলাকায় আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাসের অন্যান্য যাত্রীরা তাকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানা যায়।
নিহত জামায়াত কর্মী সাইদুর রহমান স্থানীয় চিনাকান্দি কওমী মদারাসার মুহতামীম মাওলানা আব্দুল হালিমের ভাই।
আজ বাদ আসর নিজ বাড়িতে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, মোমতাজুল হাসান আবেদ, তারবিয়াত সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি হোসেন আহমদ প্রমুখ।
এদিকে জামায়াত কর্মী সাইদুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।