দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত

- আপডেট সময় : ১১:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 79
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত
দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইউনিয়নের জিরাগাও গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮) এবং লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত হন আব্দুল মতিন ও আকবর আলী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মতিন এবং চিকিৎসাধীন অবস্থায় আকবর আলী মারা যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।