বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

- আপডেট সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 118
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদীতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। এ সময় বিশ্বম্ভরপুর থানা পুলিশের সদস্যরা, উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথের নির্দেশে (স্থানে) পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘মা’ মাছ রক্ষা ও প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।