জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রাপ্ত তাহিরপুরের শিশুশিল্পী ফারজিনার সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কারপ্রাপ্ত মোছাঃ ফারজিনা আক্তার ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ফারজিনার পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ফারজিনার বাবার চাহিদার প্রেক্ষিতে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই শিশু শিল্পীর পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে জমি ও ঘরের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং ফারজিনার লেখাপড়া বাবদ তার হাতে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় তিনি তার পরিবারকে মিষ্টিমুখ করান।
ফারজিনার বাবা মোঃ সায়েম বলেন, মেয়ের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যেতে পেরেছি। প্রথমে এই পুরস্কারের মর্ম বুঝিনি। এখন আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন বড় হয়েছে। তাকে অনেক লেখাপড়া করাতে চাই। এসময় ফারজিনার বাবা জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।