সংবাদ শিরোনাম ::
ছড়াকথা-ওবায়দুল মুন্সী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
ছড়াকথা-ওবায়দুল মুন্সী
কারো ছড়া কড়া লাগে প্রতিবাদী ভিন্ন
কারো ছড়া তেলে ভরা পাঠে হয় ঘিন্য
কারো ছড়া পাঠে থাকে পাঠকের শিক্ষা
কারো ছড়া দিতে পারে ভালো কাজে দীক্ষা
কারো ছড়া ক্ষুরধারে ভেসে যায় অন্যায়
কারো ছড়া ভীত নাড়ে ছড়াঝড় বন্যায়
কারো ছড়া আলো দিয়ে ঘুচে দেয় আন্ধার
কারো ছড়া ছলনাতে গড়ে দেয়া ধান্ধার
কারো ছড়া রসে হাসে শিশু-যুবা বৃদ্ধ
কারো ছড়া ইতিহাসে হয়ে যায় ঋদ্ধ
কারো ছড়া পড়ে কেউ হয়ে যাবে শুদ্ধ
কারো ছড়া ঢালহীনা করে যায় যুদ্ধ
কারো ছড়া সাহসিকা জয় করে ভয়কে
কারো ছড়া হুতাশনে পুড়ে মরে, সয় কে?
কারো ছড়া তীরফলা বুকে ঢুঁকে যাচ্ছে
কারো ছড়া অতিশোকে বেহুঁশে নাচ্ছে
কারো ছড়া লিখা হয় অজানাকে জানতে
কারো ছড়া পারে নাতো কেউ কেউ মানতে
কারো ছড়া আশা দিয়ে দূরকরে দুরাশা
কারো ছড়া ব্যাধিদেরও ঔষধি সুরাসা।
হাছননগর, সুনামগঞ্জ
২৩ ফেব্রুয়ারি ২০২২