সংবাদ শিরোনাম ::
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
ছাতক ইসলামিক সোসাইটি ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ মার্চ, সোমবার দুপুর ২ টায় লন্ডনের স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির প্রেসিডেন্ট লোকমান আহমদ সভাপতিত্বে ও সেক্রেটারী এনামুল হক শাহিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার মাওনানা ছালেহ আহমদ, ফান্ড রেইজীং সেকরেটারী মাহবুবুর রহমান সুমন, প্রজেক্ট সেকরেটারী শাহনুর আলী, ওরগানাইজীং সেকরেটারী মোহাম্মদ আবু সাঈদ নীলু, এডুকেশন সেকরেটারী আতিকুর রহমান মাসুম, সোসাল ওয়েল ফেয়ার সেকরেটারী কুতুবুজজামান শামিম, অফিস সেকরেটারী এমদাদুর রহমান, কালচারাল সেকরেটারী আনওয়ার হোসাইন আনু, ইয়থ সেকরেটারী মতিউর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেকরেটারী সারওয়ার হোসাইন সুজন, ইউকে প্রজেক্ট এন্ড ইভেন্ট সেকরেটারী শফিজুর রহমান প্রমুখ।