ধোপাজান থেকে ১৩৪ টি বাল্কহেড, ৮টি ড্রেজার মেশিন জব্দ এবং ৪ শ্রমিক আটক

- আপডেট সময় : ১২:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে সাড়ে চার ঘন্টা টাস্কফোর্স’এর অভিযান হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩৪ টি বালু বোঝাই বাল্কহেড, আটটি ড্রেজার মেশিন জব্দ এবং চারজন শ্রমিককে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে নেতৃত্বে দেন বিজিবি’র সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিশ দশীর্ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন। এসময় বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ধোপাজান নদীর প্রবেশমুখে বালাকান্দা এবং বাদেরটেক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি বালু বোঝাই বাল্কহেড, তিনটি ড্রেজার মেশিন জব্ধ এবং চারজন নৌ—শ্রমিককে আটক করা হয়। এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ডলুরা এলাকার উৎসমুখে অভিযান পরিচালনা করে ১১৮টি বালু বোঝাই বাল্কহেড, ৫ টি ড্রেজার মেশিন জব্ধ করেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বললেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১৮টি বাল্কহেড ও ৫ টি ড্রেজার মেশিন জব্ধ করা হয়। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। একইসাথে ধোপাজান নদীর প্রবেশমুখে বাঁধ নির্মাণ সহ নিরাপত্তা জোরদার করা হবে।