দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী জেল হাজতে

- আপডেট সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনরকে গ্রেফতার করেছে পুলিশ। মনোয়ার আলী মনর নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের (একংশ) সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে তার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার দায়ে গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় ৯৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে একই মামলায় বৃহস্পতিবার রাতে নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিন জেল হতে জামিনে মুক্তি পাওয়ার পর নরসিংপুর বাজারে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বাস্তবায়ন করা হয় গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতার মদদে।
শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
এদিকে গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতা মনোয়ার আলী মনর দলীয় প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। ক্ষমতার দাপটে তিনি এলাকার নিরিহ মানুষদের বসতঘর ও দোকানকোটা ভাংচুুর,লুটপাট,নৈরাজ্য সৃষ্টি, ফৌজদারী মামলাসহ একাধিক মামলায় ২ বার জেল কেটেছেন। এলাকায় দলীয় প্রভাববিস্তার, দাঙ্গা লাগিয়ে রাখাসহ নানান অভিযোগে একাধিক মামলায় এখনো তিনি সুনামগঞ্জ আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন।