মঙ্গলকাটায় স্কুল ছাত্রী নিহত

- আপডেট সময় : ০৬:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোছাঃ রামিজা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে ইউনিয়নের ইসলামপুর পূর্বপাড়া (কদমতলি) গ্রামের জব্বার মিয়ার মেয়ে এবং মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, রামিজা আক্তার বিকালে অটোরিকশা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। মঙ্গলকাটা (খাঁগেরগাও) স্থানে আসলে গাড়ি থেকে মাথা বের করে অপর অটোতে থাকা বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা তার মাথায় আঘাত করে।
উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম আজাদ বলেন, আমরা শুনেছি স্কুল ছুটির পর সে বাড়ি যাচ্ছিল। এক পর্যায়ে গাড়ি থেকে মাথা বের করে সে তার বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর বিকাল ৪ ঘটিকায় তার মৃত্যু।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকের সাথে কথা বলেছি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।