সংবাদ শিরোনাম ::
কবিতা
আমি কে?

অর্প তালুকদার
- আপডেট সময় : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
দেশে-বিদেশে ঘুরি আমি,
সবার খবর রাখি আমি
কিন্তু, একবারও জিজ্ঞেস করিনি নিজেকে।
আমি কে?
যাকে পাই তাঁকে দিই উপদেশ সবার মঙ্গল করিও,
তাতেই তো হতে পারবে এ জগতে স্বরণীয়।
কিন্তু একবারও বলিনি নিজেকে।
আমি কে?
সবাইকে বলি ধর্ম-কর্ম কর যদি
তাহলেই তো স্বর্গবাসী হতে পারবে।
কিন্তু একবারও ভাবিনি নিজেকে নিয়ে।
আমি কে?
(সংক্ষিপ্ত)।